জাতীয় পেনশন কর্তৃপক্ষ তহবিল
(১) জাতীয় পেনশন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:
- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
- (খ) এই আইনের অধীন আদায়যোগ্য ফি ও চার্জ;
- (গ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত অর্থ;
- (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; এবং
- (ঙ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।;